কোভিডের ‘জেনোমিক সিক্যুয়েনসিং’ দেখবেন বিজ্ঞানীরা

কোভিডের ‘জেনোমিক সিক্যুয়েনসিং’ দেখবেন বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ আগষ্ট, ২০২১

ভারত, চিন, রাশিয়া এবং ব্রাজিলের বিজ্ঞানীরা আবার নতুনভাবে কোভিড-১৯ নিয়ে গবেষণায় বসবেন। দেখা হবে এর ‘জেনোমিক সিক্যুয়েন্সিং’ এবং একইসঙ্গে গবেষণা করা হবে এই অসুখের মহামারীবিদ্যা আর ‘ম্যাথামেটিক্যাল মডেলিং’ নিয়েও। একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, এই সম্ভাবনাগুলোর কথা মাথায় রেখে একটি গবেষণার ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে যেখানে ভিন্ন পটভূমি থেকে ডাকা হবে বিশেষজ্ঞদের। গবেষণায় কোভিড সংক্রান্ত চার দেশ থেকে নেওয়া হবে এবং দেখা হবে চারটি দেশে কোভিড সংক্রমণের ব্যাপ্তি কতটা হয়েছে। জেনোমিক, মেটাজেনোমিক আর মহামারীবিদ্যা সংক্রান্ত তথ্যকে এক জায়গায় এনে তৈরি করা হবে ম্যাথামেটিক্যাল মডেল। যা দিয়ে বিশ্লেষণ করা হবে মিউটেশনের, পপুলেশন জেনেটিক্স, ফাইলোজেনেটিক সম্পর্ক, রিকম্বিনেশনের এবং ভাইরাসের বিপজ্জনক চরিত্রের।
চার দেশের বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মধ্যে বিভিন্ন গ্রুপের তৈরি করা তথ্য কাটাছেঁড়া করার সময় চিকিৎসকরা বুঝতে পারবেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই মারণ ভাইরাস কীভাবে ছড়াচ্ছে এবং একইসঙ্গে কতদিন সেই ভাইরাস থাকছে তাও। ডাক্তাররা এও পরীক্ষা করে দেখবেন ভাইরাস ছড়িয়ে পড়ার আগে মানুষকে সর্তক করা যায় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =