বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ নভেম্বর, ২০২১
শুক্রবার খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ। আর শতাব্দীর দীর্ঘতম এই চন্দ্রগ্রহণে চাঁদের রং হবে লাল। অনেকটা রক্তের মতো।
তাই তার নাম ‘ব্লাড মুন’। বা ‘বিভার মুন’। গ্রহণ দেখা যাবে তিন ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড ধরে। এই শতাব্দীতে আর এতটা সময় ধরে খণ্ডগ্রাসের ব্লাড মুন দেখা সম্ভব হবে না। এটাই এ বছরের দ্বিতীয় ও সর্বশেষ চন্দ্রগ্রহণ। প্রথমটি হয়েছিল গত ২৬ মে। নাসা জানিয়েছে, ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি শুক্রবার দেখা যাবে চিন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, মঙ্গোলিয়া, ম্যাকাও-সহ গোটা পূর্ব এশিয়ায়। অস্ট্রেলিয়া, উত্তর ইউরোপে। উত্তর ও দক্ষিণ আমেরিকায়। প্রশান্ত মহাসাগর ও লাগোয়া দেশগুলিতেও। খণ্ডগ্রাস চূডা়ন্ত মুহূর্তে পৌঁছবে ভারতীয় সময় শুক্রবার দুপুর ২টো ৩৩ মিনিটে। অর্থাৎ ভারতের কোনও অংশ থেকেই দেখা যাবে না এই বিরল ঘটনা।