ইউরোপ আবার ভরকেন্দ্র হয়ে উঠেছে করোনার। গোটা ইউরোপে এই মুহুর্তে প্রতিদিন ২০ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। এরই মধ্যে গ্লাসগোয় পরিবেশ সম্মেলন শেষ হতেই সম্মেলন ফেরত ৩০০ মানুষের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। গত ৩১শে অক্টোবর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত গ্লাসগোয় আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন ছিলো। বিশ্বের ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন এই সম্মেলনে। তাছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের কর্মী ও বিশেষজ্ঞরা। যদিও সম্মেলনে নিয়মিত চলেছে সাফাই, নেগেটিভ রিপোর্ট আসার পরেই অংশ নিতে দেওয়া হয়েছিলো। বিশেষজ্ঞদের অনুমান সম্মেলনে অংশ নেওয়া অন্তত ৯২ জনের রিপোর্ট নেগেটিভ থাকলেও তারা আসলে সংক্রমিত ছিলেন, পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন জানিয়েছেন, সংক্রমিতের সংখ্যা আরো বাড়তে পারে। ফলে স্কটল্যাণ্ডের রোগ বিশেষজ্ঞরা তটস্থ হয়ে আছেন। অবশ্য সংক্রমণ না যাতে বাড়তে পারে তাই সম্মেলন ফেরত প্রতি জন (সাধারণ মানুষ থেকে প্রতিনিধি) কে পরীক্ষা করা হচ্ছে। স্কটল্যান্ডের সরকারি স্বাস্থ্য সংস্থা ‘পাবলিক হেলথ স্কটল্যান্ড’ জানিয়েছে সম্মেলনে যোগ দেওয়া প্রতি হাজার জনে চার জন সংক্রমিত হয়েছেন। সম্মেলনের বাইরেও জমায়েত, বিক্ষোভ হয়েছে। ফলে বাইরের পরিস্থিতিও দেখা দরকার। তবে পাবলিক হেলথ স্কটল্যান্ড এর মতানুসারে দেশের সংক্রমণ বৃদ্ধির একমাত্র কারণ সম্মেলন নয়। আরো নিঁখুত পর্যবেক্ষণ করে ডিসেম্বরে রিপোর্ট দেবে বলে জানিয়েছে পাব্লিক হেলথ স্কটল্যান্ড বা পি এইচ এস।