বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ নভেম্বর, ২০২১
এই মুহুর্তে ভারতে করোনার বুস্টার ডোজ দেওয়া হচ্ছেনা। এ নিয়ে রাজস্থান সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানতে চেয়েছিল। তার জবাবে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর প্রধান চিকিৎসক বলরাম ভার্গব জানিয়ে দিয়েছেন, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিংবা ফের কোভিড সংক্রমণ ঠেকাতে বুস্টার টিকার কোনও প্রয়োজন নেই। এই টিকা নিতেই হবে এর কোনও বৈজ্ঞানিক প্রমাণও নেই। তাই বুস্টার টিকা যে নিতেই হবে এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। বুস্টার টিকা নেওয়া প্রয়োজন কি না তা নিয়ে এ মাসের শেষ সপ্তাহেই আলোচনায় বসার কথা রয়েছে কেন্দ্রের টিকা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (এনটিএজিআই)-এর। তার আগেই আইসিএমআর প্রধান জানিয়ে দিলেন যে, আপাতত বুস্টার ডোজ দেওয়ার কোনও যুক্তি নেই।