৪ ডিসেম্বর পৃথিবী দেখবে মহাজাগতিক আর এক ঘটনা। সম্পূর্ণ সুর্যগ্রহণ। নাসা জানিয়েছে ২০২১-এর শেষ সুর্যগ্রহণ এটা। পুরোপুরি দেখা যাবে অ্যান্টার্কটিকা থেকে। এছাড়া দক্ষিণ আমেরিকারও দক্ষিণে, স্কাই গেজারস, আফ্রিকা, অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। উল্লেখ্য যে, ভারত থেকে ৪ ডিসেম্বরের এই গ্রহণ দেখা যাবে না। আকাশ পরিষ্কার থাকলে আংশিক সুর্যগ্রহণ ভারতবাসী দেখতে পাবেন ২০২২-এর ২৫ অক্টোবর। চাঁদকে আকারে এবং আকৃতিতে সুর্যের মত দেখতে লাগে! সেটাই সুর্যের গ্রহণ। সেটা হয় যখন সুর্য আর পৃথিবীর মাঝখান দিয়ে চাঁদ চলে যায়। যেহেতু চাঁদের চেয়ে সুর্য আকারে ৪০০ গুণ বড় আর গ্রহণের সময় চাঁদের থেকে সুর্য গড়ে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার দূরে থাকে বলে পৃথিবী থেকে দুজনকেই বিশাল ডিস্কের মত লাগে। মহাজাগতিক এই দৃশ্যকে তখনই বলা হচ্ছে সম্পূর্ণ সুর্যগ্রহণ। সাধারণত সুর্যগ্রহণ প্রত্যেক ১৮ মাস অন্তর হয় এবং সেটা দেখা যায় কয়েক মিনিট। ৪ ডিসেম্বরের সুর্যগ্রহণ ১ ঘন্টা ৪৩ মিনিট!