বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ নভেম্বর, ২০২১
নতুন অতিথিকে নিয়ে ধন্দে গোটা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা। এই ভাইরাস বারবার মিউটেশন করে কতটা ক্ষমতা বাড়িয়েছে তার এখনও জানেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র বিজ্ঞানীরাও। তাই অপরিচিত এই ভাইরাসকে নিয়ে অতিসতর্ক থাকতে পরামর্শ দিয়েছে হুঁ।
আফ্রিকায় প্রথম চিহ্নিত হয়েছে ভাইরাসের এই নতুন রূপ। তার পর হংকং এবং ইজরায়েলে আফ্রিকা ফেরত পর্যটকদের শরীরে ওমিক্রনের উপস্থিতি মিলেছে। এই রূপ উদ্বেগের পরিস্থিতি তৈরি করতে পারে মনে করছে হু।
একাধিক বার জিনের গঠনবদল ঘটানোয় মনে করা হচ্ছে করোনার এই রূপ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে।