টিউবহীন চাকা

টিউবহীন চাকা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ ডিসেম্বর, ২০২১

চাকায় হাওয়া দিতে হবে না, হবেনা মাঝরাস্তায় চাকা পাংচার- এমনই চাকা বাজারজাত হতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যেই। এবড়োখেবড়ো রাস্থাতেও সেই চাকা চলতে পারবে অনায়াসে। বিশেষ এই ধরণের চাকার নাম – ফ্ল্যাট -ফ্রি- টায়ার। অবশ্য এই প্রথম নয়, কিছু সাইকেল, হুইল চেয়ারে এধরণের চাকা দেখা যায়। কিন্তু গণপরিবহনে ব্যবহৃত গাড়ি বা ব্যক্তিগত গাড়িতে এ ধরনের চাকার ব্যবহার এখনো হয় না। এবার সেই চাকাই হবে বাজারজাত।
বিদেশী চাকা প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে তারা ২০২৪ এর মধ্যেই এই চাকা বাজারজাত করতে চায়। সংস্থার দাবি এই চাকার স্থায়িত্ব সাধারণ টিউব টায়ার যুক্ত চাকার চেয়ে বেশি হবে। এছাড়া এ চাকা বেশি ভার বহনেও সক্ষম। তবে এই চাকায় ৮০কিমি/ঘন্টা বা তার বেশি গতিতে ঝাঁকুনি অনেক বেশি হবে।