টিকিটের দাম সাড়ে চার লক্ষ হাজার ডলার

টিকিটের দাম সাড়ে চার লক্ষ হাজার ডলার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ আগষ্ট, ২০২১

তিনি রিচার্ড ব্র্যানসন, মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধনকুবের। গত ১১ জুলাই তিনি নিউ মেক্সিকোর মরুভুমি থেকে তাঁর কোম্পানির একটি রকেটে চেপে রওনা হয়েছিলেন মহাকাশের উদ্দেশে। বলা হয়েছিল ব্র্যানসনের যাত্রা ছিল মহাকাশের এক প্রান্তে। ব্র্যানসনের কোম্পানি ভার্জিন গ্যালাক্টিক এবার জনসাধারণের জন্য মহাকাশ যাত্রার টিকিট বিক্রি করবে। একটা টিকিটের দাম? ৪ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার! গত ১৭ বছর ধরে ভার্জিন গ্যালাক্টিক এই চেষ্টা চালিয়ে যাছে যে ট্রেন বা প্নেনের মত সাধারণ মানুষ রকেটও চেপে মহাকাশে ঘুরতে যাবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + nine =