বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ আগষ্ট, ২০২১
২১০০ সালের মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে এম্পেরর (সম্রাট) পেঙ্গুইন প্রজাতি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিস ও ওয়াইল্ড লাইফ মার্ভিস সূত্রে জানানো হয়েছে, অবিরাম জলবায়ু পরিবর্তনের জন্য গলে যাচ্ছে বরফ। আর পেঙ্গুইনের জন্ম, বেড়ে ওঠা এবং বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান বরফ। সেটা যে পরিমাণে গলছে তাতে ২১০০ সালের মধ্যে ৯৮ শতাংশ পেঙ্গুইন বিলুপ্ত হয়ে যাবে। এম্পেরর পেঙ্গুইন প্রজাতির প্রজনন হয় অ্যান্টার্টিকায়, শীতে। ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না বিশ্বের বৃহত্তম এই পাখি। কিন্তু সবকিছুর ওপরে তাদের বেঁচে থাকতে প্রয়োজন বরফ। চলতি বছরে বরফ গলে যাওয়ার সময় প্রায় ১০ হাজার শিশু পেঙ্গুইন মারা গিয়েছে।