পোল্যান্ডের স্তাজনিয়া গুহা থেকে প্রত্নতাত্বিকরা আবিষ্কার করেছেন দুটি হাতির দাঁতের দুল। রেডিওকার্বন প্রক্রিয়ার সহায়তায় জানা গিয়েছে দুলটির বয়স সাড়ে ৪১ হাজার বছর! প্রত্নতাত্বিকদের মনে হয়েছে, ইউরেশিয়ায় এত পুরনো গয়না এর আগে পাওয়া যায়নি। ২০০৬ থেকে স্তাজনিয়া গুহায় খননের কাজ চালিয়ে যাচ্ছেন প্রত্নতাত্বিকরা। কারণ ওখানে এর আগেও বিভিন্ন প্রাণীর বহুবছরের পুরনো হাড় ও প্রত্নবস্তু পাওয়া গিয়েছে। ২০১০-এ-ও প্রত্নতাত্বিকরা ওই গুহায় হাতির দাঁতের অলঙ্কৃত দুল পেয়েছিলেন। এবারের আবিষ্কারে প্রত্নতাত্বিকরা জানিয়েছেন দাঁতের দুলটির দৈর্ঘ্য সাড়ে চার সেন্টিমিটার। প্রস্থ দেড় সেন্টিমিটার। দুলটি পাওয়া গিয়েছে ম্যামথের দাঁত থেকে। থ্রি-ডি মডেলিং টেকনিকের সহায়তায় গবেষকরা জেনেছেন, ওই গুহায় যে সম্প্রদায়ের মানুষ তখন থাকতেন, সেই হোমো সাপিয়েন্সদের শিল্প চর্চার কাজে ছিল অসাধারণ সৃষ্টিশীলতা এবং চোখধাঁধানো উৎকর্ষতা!