বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ ডিসেম্বর, ২০২১
লিওনার্ড, চলতি বছরের সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু। পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে আগামী ১২ ডিসেম্বর। গত ২৪ নভেম্বর টেলিস্কোপে ধরা পড়েছিল এক উজ্জ্বল ধূমকেতু। দু’টি ছায়াপথের মধ্যে দেখা গিয়েছিল এই ধূমকেতু। মূলত উত্তর প্রভাত আকাশে এই ধূমকেতু দেখা গিয়েছিল। এই ধূমকেতুকেই বলা হচ্ছে লিওনার্ড। এর অন্য নাম Comet C/2021 A1। নভেম্বর মাসে দুই ছায়াপথের মাঝখানে দেখা যাওয়া এই ধূমকেতুর আলোর পথ জানান দিয়েছিল যে এবার পৃথিবীর আকাশে দেখা দেবে এই ধূমকেতু। ২০২১ সালে অর্থাৎ চলতি বছর জানুয়ারি মাসে জুপিটার বা বৃহস্পতি গ্রহের আশপাশে এই ধূমকেতু প্রথম নজরে এসেছিল। তার প্রায় একবছর পর এবার পৃথিবী ছুঁয়ে চলে যাবে এই ধূমকেতু।