মঙ্গলে গ্র্যান্ড ক্যানিয়ন!

মঙ্গলে গ্র্যান্ড ক্যানিয়ন!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ ডিসেম্বর, ২০২১

২০১৬-তে মঙ্গলের কক্ষপথে নামানো হয়েছিল এক উপগ্রহ। রাশিয়ার রসকোমস আর ইউরোপীয় স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে। সেই উপগ্রহ মঙ্গলের গভীর গিরিখাতে পেয়েছে জলের সন্ধান! গ্র্যান্ড ক্যানিয়নের মত। বিজ্ঞানীরা নাম দিয়েছেন ভ্যালেস মেরিনিস। তারা জানিয়েছেন, সৌরকক্ষে এত দীর্ঘ ও বড় গিরিখাত আর কোথাও দেখা যায়নি এখনও পর্যন্ত। গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে দশ গুণ দীর্ঘ আর পাঁচ গুণ গভীর! রসকমসের এক বিজ্ঞানী ইগর মিত্রোফানোভ জানিয়েছেন, টিজিও পদ্ধতিতে মঙ্গলপৃষ্ঠের ভেতরে কী রয়েছে সেই অনুসন্ধান করতে গিয়েই তারা জলের সন্ধান পেয়েছেন। আরো জানিয়েছেন, ভ্যালেস মেরিনিসের মাঝামাঝি অঞ্চলে যথেষ্ঠ পরিমাণে হাইড্রোজেনের সন্ধানও পাওয়া গিয়েছে। সারফেসের কাছাকাছি অঞ্চলে প্রায় ৪০ শতাংশ জল ছিল বলে বিজ্ঞানীদের দাবি। আর জল থাকা সেই অঞ্চলের আয়তন, বিজ্ঞানীদের মতে নেদারল্যান্ডসের সমান! ইউরোপীয় স্পেস এজেন্সির এক বিজ্ঞানী, কলিন উইলসনের দাবি, এই আবিষ্কার পরবর্তীকালে বিজ্ঞানীদের সাহায্য করবে মঙ্গলে কোনওকালে বাসযোগ্য পরিবেশ ছিল কি না জানতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =