তরুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্য নিয়ে প্রত্যেক বছর কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রক আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের আয়োজন করে। চলতি বছর এই উৎসব আয়োজিত হয়েছে গোয়ার পানাজি ময়দানে। গত শনিবার থেকে শুরু হয়েছে উৎসব। অংশ নিয়েছিল দেশের কয়েক হাজার শিক্ষার্থী তথা খুদে বিজ্ঞানী। উৎসব শুরুর প্রথম দিনেই বিশ্বরেকর্ড গড়ল গোয়ার ছাত্ররা। জিমখানা ময়দান থেকে উৎক্ষেপিত হয় ৫৩১টি মডেল রকেট। যার মধ্যে সফলভাবে উৎক্ষেপিত হয় ৪৯৬টি। সঙ্গে সঙ্গে গিনেসে ঢুকে পড়ে এই কর্মকাণ্ড। কোনও একটি নির্দিষ্ট অঞ্চল থেকে সবথেকে বেশিসংখ্যক রকেট সফলভাবে উৎক্ষেপণে এই রেকর্ডের সৃষ্টি। তাৎপর্যের বিষয়, প্রত্যেকটি রকেট তৈরি করে হয়েছে সম্পূর্ণ বর্জ্য পদার্থ থেকে। এছাড়াও ভারতীয় খুদে বিজ্ঞানীরা নজর কেড়েছে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া প্লাস্টিকের কাপ বৃষ্টির জল সংরক্ষণ ও পরিশোধনের মডেল তৈরি করে। এই খুদে বিজ্ঞানীদের সকলেই সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র। এই মডেলও গিনেসে অন্তর্ভূক্ত হয়েছে। এই উৎসবে অংশ নিয়েছিল ১২৫টি দেশের আরও ৩ হাজার ছাত্রছাত্রী।