টেকটনিক প্লেট ধ্বংসের ব্যাখ্যা

টেকটনিক প্লেট ধ্বংসের ব্যাখ্যা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ ডিসেম্বর, ২০২১

টেকটনিক প্লেট স্থায়ী নয়। সময়ের সঙ্গে পুরনো টেকটনিক প্লেটের জায়গায় আসে নতুন টেকটনিক প্লেট। তার নীচে চলে যায় পুরনো টেকটনিক প্লেট। তারপর কী হয় সেই নিয়ে গত ৬০ বছরের বেশি সময় ধরে গবেষণা চলছে বিজ্ঞানীদের। এই বিষয়ে পুরনো তত্ব জানাচ্ছে পুরনো প্লেটটি নীচে নেমে গেলেও সেটা ধ্বংস হয় না। বরং ক্রমশ ম্যান্টলের মধ্যে মিশে যায় আর একইসঙ্গে নতুন প্লেটের ওপর চাপ সৃষ্টি করে। কিন্তু ভূমিকম্পের তরঙ্গ এবং অন্যান্য ভূগর্ভস্থ আন্দোলনের প্রমাণ জানিয়েছে পুরনো প্লেট ক্রমশ বেঁকে যায় এবং শেষপর্যন্ত ভেঙেও যায়! এই তত্ব প্রতিষ্ঠিত হওয়ার আগেই প্রশ্ন উঠেছে তাহলে নতুন টেকটনিক প্লেটের একরৈখিক গতির ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না কেন? শেষপর্যন্ত সমস্যার সমাধান করল কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স)। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তৈরি করেছেন একটি মডেল। নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সাম্প্রতিক গবেষণা। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কম্পিউটারে তারা দেখিয়েছেন টেকটনিক প্লেট ম্যান্টলের কাছে যাওয়ার সময় বেঁকে যায় এবং ভেঙেও যায়। কিন্তু তারপরও ম্যান্টলের প্রবল উষ্ণতার মধ্যেও প্লেটগুলোর অণুগুলোর মধ্যে আকর্ষণ ক্ষমতা নষ্ট হয় না। কয়েক মিটার পর্যন্ত সেটা থাকে। তারপর সে ধীরে ধীরে ধ্বংস হয়।