উটপাখির অ্যান্টিবডির কোটিং দিয়ে তৈরি হয়েছে একটি মাস্ক! একটি পাতলা ফিলটার রয়েছে মাস্কের নিচের দিকে। সেটাই উটপাখির অ্যান্টিবডি দিয়ে তৈরি করা হয়েছে। সেভাবেই শুরু হয়েছিল মাস্ক তৈরির কাজটা। আট ঘণ্টা পর সেই ফিলটার সরিয়ে ফেলা হল। বদলে ওই জায়গায় একটি রাসায়নিক পদার্থ স্প্রে করে দেওয়া হল। দেখা গেল, কোনও ব্যক্তি ওই মাস্ক পরে ঘুরছেন। হঠাৎ তিনি কোভিডে আক্রান্ত হলেন। ডাক্তারের চেম্বারে পরীক্ষা করাতে তাকে আর যেতে হবে না। মাস্ক মুখে পরলেই মুখ এবং নাকের নীচে আলট্রাভায়োলেট একটা আলো জ্বলে উঠবে! তিনি যে কোভিডে সংক্রামিত হয়েছেন তার ইঙ্গিত এই আলো! গবেষণা করে এই বিশেষ মাস্ক তৈরি করেছেন পশ্চিম জাপানের এক অধ্যাপক ইয়াসুহিরো সুকামোতো ও তার দল। সুকামোতো জানিয়েছেন মাস্কে উটপাখির কোটিং রাখার কারণ, তার দীর্ঘদিনের পর্যবেক্ষণ কোভিড-১৯ এর ভাইরাসকে উটপাখি দারুণভাবে প্রতিরোধ করতে পারে।