বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ ডিসেম্বর, ২০২১
এমন এক জানলা যে প্রবল শীতে ঘর গরম থাকবে। আবার ওই জানলাই গরমে খুলে রাখলে ঘর এতটাই ঠাণ্ডা হয়ে যাবে যে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও চালাতে হবে না! এই অভিনব জানলা তৈরি করেছেন সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। যার নাম দিয়েছেন রেডিয়েটিভ জানলা। যে পদ্ধতিতে জানলা শীতে ঘর গরম রাখছে আর গরমে একই ঘর ঠাণ্ডা করছে তার নাম রেডিয়েটিভ কুলিং। গবেষকরা জানাচ্ছেন জানলার একদিকে ভানাডিয়াম ডাই-অক্সাইডের সরু আস্তরণ রাখা হয়েছে। যার সহায়তায় বাইরের তাপমাত্রা অনুযায়ী জানলা রেডিয়েটিভ কুলিং পদ্ধতিতে ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবে। আপাতত সিঙ্গাপুরে এই জানলা বিভিন্ন বাড়িতে লাগিয়ে পরীক্ষামূলকভাবে দেখার পরিকল্পনা করা হয়েছে। তারপর তাকে বাজারে ছাড়া হবে।