লন্ডনের ইম্পিরিয়াল কলেজের এক সাম্প্রতিক গবেষণা সাধারণ মানুষের মনে করোনার বর্তমান ওমিক্রন ভাইরাস সম্পর্কে ভুল ভাঙাতে পারে। একইসঙ্গে আসন্ন বড়দিনের উৎসবও মাটি করে দিতে পারে। গবেষণা থেকে জানা গিয়েছে, এই ভ্যারিয়ান্ট মোটেই হালকা নয়। এই ভাইরাসে মানুষ বার বার আক্রান্ত হতে পারে এবং ডেল্টা ভ্যারিয়ান্ট, যেকে নিয়ে ইউরোপ ও আমেরিকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছিল, তার চেয়ে ওমিক্রন ভ্যারিয়ান্ট কোনওভাবেই কম শক্তিশালী নয়। গবেষকরা গবেষণা করতে গিয়ে দেখেছেন, ইংল্যান্ডে টীকার দু’টো ডোজ নেওয়া মানুষও ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত হচ্ছে। গবেষকদের অন্যতম, অধ্যাপক নিল ফার্গুসন বলেছেন, “গবেষণা করতে গিয়ে আমরা প্রমাণ পেয়েছি যে, ওমিক্রনে আক্রান্ত মানুষের ইমিউনিটি কিন্তু ডেল্টায় আক্রান্ত মানুষের তুলনায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।” যদিও ইংল্যান্ডের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ক্লাইভ ডিক্স জানিয়েছেন, গবেষণায় আরও সার্ভে করতে হবে। কিন্তু এককথায়, ওমিক্রনকে হালকাভাবে নেওয়া যাচ্ছে না।