ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি অর্গানাইজেশন বা ইএমবিও। ২০১৯ থেকে এই সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের তরুণ বিজ্ঞানীদের গবেষণায় আর্থিক ও পরিকাঠামোগত সহায়তা করার লক্ষ্যে ইয়ং লিডারশিপ নামের একটি প্রকল্প চালু করেছে। ২০২১-এ এই সংস্থার স্কলারশিপ পাওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের ৩৮ জন তরুণ বিজ্ঞানী আবেদন করেছিল। নির্বাচিত হয়েছেন মাত্র ৮ জন জীববিজ্ঞানী। তার মধ্যে জায়গা করে নিলেন দুই বাঙালি গবেষক। হিয়া ঘোষ আর শ্রীমন্ত গায়েন। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের গবেষক শ্রীমন্ত গায়েন। আর বেঙ্গালুরুরি ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সের গবেষক হিয়া ঘোষ। হিয়ার গবেষণার বিষয় স্তন্যপায়ী প্রাণীর মস্তিস্কের নান অভিব্যক্তির সঙ্গে বিবর্তনের সম্পর্ক স্থাপন করা। আর শ্রীমন্তের কাজ ইন-ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি নিয়ে। ইএমবিও মনে করছে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দুজনের গবেষণা তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। তাই ৮ জীববিজ্ঞানীর মধ্যে দুই বাঙালিরও জায়গা হল।