২২ বছর পর সমুদ্রে বিরল গোলাপী হ্যান্ডফিশ

২২ বছর পর সমুদ্রে বিরল গোলাপী হ্যান্ডফিশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ ডিসেম্বর, ২০২১

২২ বছর পর তাসমানিয়ার সমুদ্র উপকূলে দেখা গেল বিরল গোলাপী হ্যান্ডফিশের! শেষবার এই মাছের দর্শন পাওয়া গিয়েছিল তাসমানিয়ারই সমুদ্র উপকূলে ১৯৯৯-য়ে। অষ্ট্রেলিয়াতেই পাওয়া যেত এই মাছ। যারা সমুদ্রের নীচে সাঁতার কাটার পাশাপাশি হাঁটতেও পারে। কিন্তু বহুবছরই এই বিরল প্রজাতির মাছকে বিপন্ন প্রজাতির অন্তর্ভূক্ত করেছে অষ্ট্রেলিয়ার সরকার এবং বিজ্ঞানীরা। তবে এবার জলের যে স্তরে গোলাপী হ্যান্ডফিশ দেখা গিয়েছে তাকে আগের তুলনায় ওপরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এই আবিষ্কার খুব গুরুত্বপূর্ণ এবং বিরল প্রজাতির এই মাছের পুনরুদ্ধারে এই আবিষ্কার সহায়তা করবে। তাসমান ফ্র্যাকচার মেরিন পার্কের সি-বেডে ক্যামেরা নামানো হয়েছিল ক্যামেরা এবছরের ফেব্রুয়ারিতে। সামুদ্রিক প্রাণী, যারা জলে চার হাজার মিটারের নীচে থাকে, তাদের জন্য সংরক্ষিত এই পার্ক আয়তনে প্রায় সুইৎজারল্যান্ডের সমান! সেখানেই দেখা গিয়েছে হ্যান্ডফিশকে।