মহা শূন্যের ওপার হতে–

মহা শূন্যের ওপার হতে–

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ ডিসেম্বর, ২০২১

সাড়ম্বরে বড়দিন পালন করা হল ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে পৃথিবীকে দিনে ১৫ থেকে ১৬ বার প্রদক্ষিণ করা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। নাসার নীল রঙা স্পেস স্যুট খুলে মহাকাশ স্টেশনে থাকা ১০ জন নভশ্চরের মধ্যে সামনের সারিতে থাকা তিন জনকেই দেখা গেল সান্তা ক্লজের লাল রঙা পোশাকে। সান্তার টুপিও পরে থাকতে দেখা গেল মহাকাশচারীদের। ভরশূন্য অবস্থাতেও দাঁড়িয়ে তাঁদের গলায় শোনা গেল ক্রিসমাস ক্যারল। ভেসে এল পৃথিবীর প্রতি মহাকাশচারীদের ভিডিয়ো বার্তা। মহাকাশ স্টেশনের টুইটে। পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে। নানা দেশ থেকে গিয়েও মহাকাশ যে তাঁদের একটি আন্তর্জাতিক পরিবারে পরিণত করেছে, সে কথাই মহাকাশচারীরা জানালেন তাঁদের ভিডিয়ো বার্তায়। বড়দিনে মহাকাশের সেই আন্তর্জাতিকতাবাদ সান্তার লাল রঙও মাখিয়ে দিয়েছে মহাকাশচারীদের পোশাকে, টুপিতে।