এলন মাস্কের স্পেস এক্স উৎক্ষেপিত সাম্প্রতিক উপগ্রহের সঙ্গে তাদের স্পেস স্টেশনের সংঘর্ষ প্রায় অনিবার্য হয়ে যাচ্ছিল এবং স্পেস স্টেশনে থাকা মহাকাশকারীরা বিপদে পড়তেন-চিনের এই সমালোচনার জবাব দিলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। বলেছেন, “পৃথিবীর কক্ষপথে অন্তত দশ বিলিয়ন মহাকাশযান ঘোরার জায়গা রয়েছে। আমরা কারও উপগ্রহের পথ আটকাচ্ছি না। সম্প্রতি সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে চিন জানিয়েছে, স্পেস এক্সের স্টারলিঙ্ক উপগ্রহের সঙ্গে তাদের তিয়াংগং উপগ্রহের সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে যাচ্ছিল। কিন্তু শেষমুহুর্তে চিনা উপগ্রহটি তাদের প্রদক্ষিণের পথ পরিবর্তন করে এই সংঘাত এড়িয়েছে। চিনের বক্তব্য, ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র যেন এই বিষয়ে সতর্ক হয়। চিনের আরও অভিযোগ, ১৯৬৭-তে চিনা আর আমেরিকা একটি চুক্তিপত্রে সই করেছিল যেখানে মহাকাশে নভশ্চরদের সুরক্ষার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই চুক্তি এখন আমেরিকা আর মানতে চাইছে না।
এখন পর্যন্ত স্পেস এক্স মহাকাশে ৫২টি উপগ্রহ পাঠিয়েছে। পৃথিবীর সমস্ত অনুন্নত অঞ্চলে যাতে ইন্টারনেট ব্যবস্থা কার্যকরী হয় তার জন্য গ্লোবাল ইন্টারনেট ব্যবস্থাকে উন্নত করতে হবে। তার লক্ষ্যে স্পেস এক্সের পরিকল্পনা দু’হাজার স্টারলিঙ্ক উপগ্রহ মহাকাশে পাঠানো!