হ্যান্ডহেল্ড গান (Handheld Gun) বা হাতে ধরা যায় এমন বন্দুক ইদানিং সারা বিশ্বেই অত্যন্ত চর্চিত এবং একটি বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে যাঁরা মনে করেন, আত্মরক্ষা উদার গণতন্ত্রের অন্তর্নিহিত অধ্যায় এবং বন্দুকের মতো যে কোনও বস্তু, যা মানুষের উপর নির্বোধ সহিংসতা সৃষ্টি করে, তাঁরাই বন্দুক ও এই ধরনের ক্ষতিকারক জিনিস নিষিদ্ধ করার বিষয়ে সবথেকে বেশি সরব হয়েছিলেন বিগত দিনে। গুরুতর এই বিষয় নিয়ে সবথেকে বেশি চর্চা হয় আমেরিকায়।
বেশিরভাগ আমেরিকান রাজ্যেই বন্দুকের মালিকানা সম্পর্কিত শিথিল আইনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হিংসার ঘটনা প্রায়শই প্রকাশ্যে আসে। আকছারই সে দেশে বন্দুকবাজের হামলায় প্রাণ হারান ছাপোষা কিছু সাধারণ মানুষ। এমনকি একাধিক অনুষ্ঠানে রীতিমতো মজা করেও বলা হয় যে, ড্রাইভিং লাইসেন্সের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক পাওয়া অত্যন্ত সহজ একটি কাজ! এই সমস্যার সমাধানেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে চলেছে স্মার্ট গান (Smart Gun) বা স্মার্ট বন্দুক, যা কাজ করবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের (Fingerprint Sensors) সাহায্যে।