আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা বায়োলজিক্যাল রিভিউজে প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে পৃথিবীতে প্রাণের বিলুপ্তির সময় শুরু হয়ে গিয়েছে! সময়টা ষষ্ঠ পর্যায়ে রয়েছে। এই পর্যায়ের বিলুপ্তি গবেষকদের মতে শুরু হয়েছে ৭০০ বছর আগে, ১৫০০ শতাব্দীর শুরু থেকে। গবেষকদের মতে প্রাণের বিলুপ্তির শুরু হয়েছিল সাড়ে ৬ কোটি বছর আগে ক্রেটাসিয়াস যুগের পর। পৃথিবীর বুকে মানুষের জানা অন্তত ২০ লক্ষ প্রাণী ও উদ্ভিদের সাড়ে সাত থেকে ১৩ শতাংশ ইতিমধ্যে গণহারে বিলুপ্ত হয়ে গিয়েছে। তারা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গিয়েছে। যাদের মধ্যে রয়েছে ডাইনোসররা। যাদের মধ্যে রয়েছে আরও অসংখ্য প্রাগৈতিহাসিক প্রাণী ও উদ্ভিদও। গবেষণা জানিয়েছে পাখি, উভচর এবং স্তন্যপায়ী প্রাণীরা যে হারে হারিয়ে গয়েছে তার তুলনায় অনেক বেশি হারে বিলুপ্ত হয়েছে অমেরুদন্ডী প্রাণী। জীববৈচিত্র্যের মোট প্রাণীর ৯৭ শতাংশই এরা।