বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ জানুয়ারী, ২০২২
ব্ল্যাক হোল সম্পর্কে জ্যোর্তিবিজ্ঞানীদের দেওয়া ধারণা থেকে বলা হত কৃষ্ণ গহ্ববর আসলে দৈত্যকায় এক রাক্ষস! যে এককণা আলো পেলেও শুষে নেয়। কিন্তু নাসার হাবল স্পেস টেলিস্কোপ সম্প্রতি মহাকাশে নজরদারি চালানোর সময় অন্যরকমের এক ছবি দেখল। যেখানে দেখা গিয়েছে কৃষ্ণ গহ্ববর থেকে জন্ম নিচ্ছে তারারা! কৃষ্ণ গহ্ববর সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিয়েছে নাসার হাবল টেলিস্কোপ বলে জানাচ্ছেন জ্যোর্তিবিজ্ঞানীদের একাংশ। পৃথিবী থেকে ৩ কোটি আলোকবর্ষ দূরে রয়েছে এক ছায়াপথ হেনিজে ২-১০। আকারে সে বামন। সেই ছায়াপথেই রয়েছে তারাদের এক নার্সারি। সেখানেই জন্ম নিচ্ছে তারারা। হাবল স্পেস টেলিস্কোপ দেখেছে, ব্ল্যাক হোলের শরীর থেকে প্রায় ঘন্টায় ১০ লক্ষ মেইল গতিতে গ্যাস বেরিয়ে এসে জন্ম দিচ্ছে ওই তারাদের।