এক্স-রে ও কোভিড পরীক্ষা

এক্স-রে ও কোভিড পরীক্ষা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ জানুয়ারী, ২০২২

বছর শেষ হওয়ার লগ্নেই দেশে কোভিডের (Covid 19) তৃতীয় ডেউ আছড়ে পড়েছিল। নিত্যদিন পজিটিভিটি রেট বেড়েছে। এমন পরিস্থিতিতে উপসর্গ দেখা দিলে, বাইরে বেরিয়ে কোভিড টেস্ট করাটাও কম ঝুঁকিপূর্ণ নয়। আবার বাড়িতে টেস্ট করতেও সময় লেগে যাচ্ছে। এমনকি বাড়িতে টেস্ট করার জন্য যে কিটগুলি রয়েছে, সেগুলিও সেরকম কার্যকর নয় বলে দাবি করেছেন অনেকে। সেই সব কথা মাথায় রেখে স্কটিশ রিসার্চাররা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর কোভিড ১৯ টেস্টিং পদ্ধতি (AI Based Covid 19 Test) ডেভেলপ করেছেন, যাতে কাজে লাগবে ব্যক্তির এক্স-রে (X-Ray) ছবি। গবেষকরা দাবি করেছেন, বর্তমানে চালু পিসিআর টেস্টের থেকেও নিখুঁত