পথ দেখাচ্ছেন ভারতীয় তরুণী

পথ দেখাচ্ছেন ভারতীয় তরুণী

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ জানুয়ারী, ২০২২

সুরুচি গুপ্ত। বাড়ি মুম্বইয়ে। এক দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। সেখানেই কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স করেছিলেন। তারপর সুরুচির অভিষেক হয়েছিল টেলিকম শিল্পের দুনিয়ায়। তখন সুরুচির চোখে পড়েছিল ইন্টারনেট পরিষেবা ও টেলিকম শিল্প একাধিক সমস্যায় আক্রান্ত। সুরুচি বেছে নিয়েছিলেন ইন্টারনেট পরিষেবাকে। ইন্টারনেট পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল সম্পদে পরিণত করাই ছিল তার লক্ষ্য। এই মুহুর্তে, পরিসংখ্যান জানাচ্ছে ৫০০ কোটিরও বেশি মানুষ ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট ব্যাবহার করেন। সামগ্রিকভাবে সাধারণ মানুষের খরচের হিসেব ধরলে দেখা গিয়েছে ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়। এই পরিস্থিতিতে সুরুচির উদ্যোগে তৈরি হয় জায়েন্ট প্রোটোকল নামের এক স্টার্ট-আপ। ইন্টারনেট পরিষেবার বিকেন্দ্রীকরণ ও গণতান্ত্রিকতার জন্য লড়াই করছে এই সংস্থা। কয়েকটি টোকেন কানেক্টিভিটি প্রদানকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে সুরুচির জায়েন্ট প্রোটোকল আগামীদিনে গোটা বিশ্বের মানুষকে ইন্টারনেট পরিষেবা ‘ফ্রি’-তে দিতে চলেছে। সুরুচি সম্প্রতি বলেছেন, প্রকল্পটি বাস্তবায়িত করতে সময় লাগবে। কিন্তু ইন্টারনেট পরিষেবায় এই ব্যবস্থা যে বিপ্লব এনে দেবে সেই বিষয়ে সন্দেহ নেই।