সাত দিনের কম কোয়ারান্টাইনে ঝুঁকি

সাত দিনের কম কোয়ারান্টাইনে ঝুঁকি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ ফেব্রুয়ারী, ২০২২

কোভিডে আক্রান্ত রোগীকে এখন বলা হচ্ছে সাতদিনের কোয়ারান্টিনে থাকার জন্য। কিন্তু গ্রেট ব্রিটেনে হওয়া এক সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে কোভিড রোগীর সাতদিনের কোয়ারান্টিনে থাকা ঝুঁকিপূর্ণ। কারণ সংক্রামিত হওয়ার ১০ দিন পরেও কোভিড সংক্রমণ হতে পারে। তাই কম করে দশ দিনের নিভৃতবাস প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। লন্ডনের ইম্পিরিয়াল কলেজ ও ডাবলিনের একটি আধা-সরকারি সংস্থার বিজ্ঞানীরা যৌথভাবে গবেষণাটি করেছেন। চালিয়েছেন ৩৪ জন ব্যক্তির ওপর উচ্চপর্যায়ের গবেষণা। তাৎপর্যের বিষয়, খোদ ইংল্যান্ডেই সরকার এই মুহুর্তে সাত দিনের নিভৃতবাস জারি করেছে। মাস্ক পরার বিষয়েও শিথিলতা দেখানো হয়েছে। এখন এই গবেষণার পর সে দেশের সরকার যদি আবার নতুনভাবে বিধিনিষেধ আরোপ করে কি না দেখার।