কেরালার উপকুলে নতুন মাছ

কেরালার উপকুলে নতুন মাছ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ ফেব্রুয়ারী, ২০২২

কেরালার উপকুলে দেখা মিলেছে একধরনের নতুন মাছ। যার নাম দেওয়া হয়েছে স্কোমবিরয়েডস পেলাগিসাস। এর আগে এই মাছ দেখা যায়নি সমুদ্রে। তবে এটি কুইন মাছের গোত্রের মধ্যে পড়ে। মাছটি নতুন করেই জন্ম নিয়েছে। এটি যে একেবারেই নতুন মাছ, নানা পরীক্ষার পর সে কথা নিশ্চিত করেছে সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট। প্রসঙ্গত স্থানীয়ভাবে সাধারণ মানুষ চলতি কথায় পোলাভোত্তা নামে চেনেন মাছটিকে।
মাছটির দেহ ডিম্বাকার। মাথাটি কুইন প্রজাতির মাছের মতোই। গায়ের রঙ রূপালি। ভারতীয় জলসীমার মধ্যে ৬০ ধরনের ক্যারানগিড জাতীয় মাছ পাওয়া যায়। যার মধ্যে ৪টি কুইন প্রজাতির। এই নতুন পোলা ভোত্তা বা স্কোমবিরয়েডস পেলাগিসাসও কুইন প্রজাতির মধ্যেই পড়বে। তবে ঠিক কীভাবে নতুন প্রজাতির মাছের জন্ম হলো তা পরিস্কার নয় আপাতত। তবে নতুন প্রজাতির মাছ যে উপকুলে জন্মাচ্ছে তা অবশ্যই জীববৈচিত্র্যর ক্ষেত্রে ইতিবাচক।