সময়ের সঙ্গে ঘ্রাণশক্তি কমছে

সময়ের সঙ্গে ঘ্রাণশক্তি কমছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ ফেব্রুয়ারী, ২০২২

বিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে মানুষের ঘ্রাণশক্তি কমতে থাকছে। এক কথায়, সময়ের সঙ্গে সঙ্গে সংবেদনশীলতা (Sensitivity) হারাচ্ছে মানুষের নাক (Human Noses)। সম্প্রতি একটি গবেষণা থেকে এমনই উদ্বেগের তথ্য জানা গিয়েছে। গবেষণায় কস্তুরী (হরিণের নাভি থেকে প্রাপ্ত মহামূল্যবাণ সুগন্ধি) ও শরীরের গন্ধের জন্য দুটি মিউটেশন-সহ সেন্ট বা ঘ্রাণ রিসেপ্টর পাওয়া গিয়েছে, যেগুলি ঘ্রাণশক্তি কম বা অতিরিক্ত তীব্র করে তোলে। এই গবেষণাটি করেছেন চাইনিজ় অ্যাকাডেমি অফ সায়েন্স-এর সিজিয়া ওয়াং এবং মোনেল কেমিক্যাল সেন্সেস-এর জোয়েল মেনল্যান্ড। পিএলওএস জেনেটিক্স (PLOS Genetics) নামক একটি জার্নালে গবেষকরা এই তত্ত্ব তুলে ধরেছেন, যা প্রকাশিত হয়েছে। এই গবেষণায়, ১০০ জন চিনা মানুষের জিনোম পরীক্ষা করেছেন গবেষকরা । অংশগ্রহণকারীরা কী ভাবে ১০টি ভিন্ন ঘ্রাণ অনুভব করেন, তার সঙ্গে সম্পর্কিত জেনেটিক বৈচিত্র খুঁজে বের করতেই এই পরীক্ষাটি করা হয়েছিল। তারপরে গবেষকরা তাঁদের ফলাফল নিশ্চিত করতে ৩৬৪ জন জাতিগত ভাবে বৈচিত্র্যময় মানুষের ছয়টি গন্ধের জন্য পরীক্ষাটি পুনরাবৃত্তি করেছিলেন। পরীক্ষার পরে গবেষকরা দুটি নতুন রিসেপ্টর সনাক্ত করতে সক্ষম হয়েছেন, যার একটি সুগন্ধিতে ব্যবহৃত সিন্থেটিক মাস্ক বা কস্তুরী (হরিণের নাভি থেকে ব্যবহৃত মূল্যবাণ সুগন্ধি) সনাক্ত করে এবং অন্যটি মানুষের বগলের গন্ধের একটি যৌগের জন্য।