এভারেস্টের বৃহত্তম গ্লেসিয়ার দ্রুত গলছে

এভারেস্টের বৃহত্তম গ্লেসিয়ার দ্রুত গলছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ ফেব্রুয়ারী, ২০২২

বিশ্ব উষ্ণায়নে এভারেস্টের সবচেয়ে বড় গ্লেসিয়ার গলে যাচ্ছে দ্রুত, প্রত্যাশার চেয়েও আগে! মেইন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পর্যবেক্ষণ, গত ২৫ বছরে এই গ্লেসিয়ার ১৮০ ফুট ঘনত্ব হারিয়েছে। গবেষকদের আরও পর্যবেক্ষণ, যে গ্লেসিয়ারের সৃষ্টি হয়েছিল দু’হাজার বছর ধরে, সেটা প্রত্যাশার তুলনায় ৮০ গুণ দুরত গতিতে গলে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৯০৬ মিটার উঁচুতে থাকা এই গ্লেসিয়ারের বরফের শৃঙ্গেরও দ্রুত ক্ষয় হচ্ছে। যে কারণে গ্লেসিয়ারের ভেতরে থাকা কালো বরফ গলার গতিও বেড়ে যাচ্ছে। সম্প্রতি, ১০ জনের বিজ্ঞানীর একটি দল গ্লেসিয়ার দর্শন করেছিলেন। সেখানে তৈরি করে বসানো হয়েছিল বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র। বিজ্ঞানীরা জানিয়েছেন গ্লেসিয়ারের দ্রুত গলে যাওয়ার প্রভাব বিশ্ব জুড়ে পড়বে। একইসঙ্গে অদূর ভবিষ্যতে এভারেস্ট অভিযানও কঠিন হয়ে পড়বে অভিযাত্রীদের কাছে।