জলবায়ু বদলে ভারতের উপকূলে ঝড়ের ইঙ্গিত

জলবায়ু বদলে ভারতের উপকূলে ঝড়ের ইঙ্গিত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ ফেব্রুয়ারী, ২০২২

পরিবেশবিজ্ঞানীদের কাছে জলবায়ু পরিবর্তন এই মুহুর্তের খুব গুরুত্বপূর্ণ ইস্যু। বিগত ১০ বছরের মধ্যেই আমরা পেরিয়ে এসেছি সমুদ্রউপকুলের একের পর এক বিধ্বংসী ঝড়- আয়লা থেকে আম্ফান হয়ে ইয়াস। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের ফলে অদূর ভবিষ্যতে আরোও উত্তাল হবে ভারত মহাসাগরের উপকুল এলাকা। একের পর এক মারণঝড় এসে আছড়ে পড়বে বাংলা সহ ভারতের সমুদ্র উপকুল এলাকাগুলিতে। মূলত বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর, দক্ষিন ভারত মহাসাগরীয় উপকুল এলাকায় এই প্রবনতা অধিক লক্ষ্য করা যাবে। এমনই রিপোর্ট প্রকাশ করেছে সম্প্রতি ‘ক্লাইমেট ডায়নামিক্স স্প্রিংগার’ নামে একটি জার্নালে খড়্গপুর আইআইটির গবেষকরা।
রিপোর্টে বলা হচ্ছে, ঝোড়ো হাওয়ার সাথে সমুদ্রের বড় ঢেউ এর প্রবণতা বাড়তে থাকলে ক্ষতিগ্রস্ত হবে উপকুল এলাকা। সমুদ্রের জলস্তর উপকূলের ভূগর্ভস্থ জলের সাথে মিশে স্বাদু জল নষ্ট করবে। নষ্ট হবে ফসল। বঝাই যাচ্ছে সরাসরি অর্থনৈতিক ভিত্তির ওপর প্রভাব পড়ার ইঙ্গিত রয়েছে। গবেষকরা আরো জানাচ্ছেন, দক্ষিন ভারত মহাসাগরীয় উপকুলে মূলত জুন- জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর – অক্টোবর- নভেম্বর মাসে ঝোড়ো হাওয়া এবং বড় ঢেউএর প্রবনতা বাড়বে। দক্ষিণ ভারত মহাসাগরে ঢেউএর উচ্চতা বাড়তে পারে অন্তত এক মিটার। এছাড়াও গত শতাব্দির প্রবণতা থেকে গবেষকদের দাবি ঝড়ের দাপট বাড়তে পারে মধ্য বঙ্গোপোসাগর সংলগ্ন এলাকায়। উত্তর ভারত মহাসাগর, উত্তর-পশ্চিম আরব সাগর, দক্ষিন চীন সাগর, ও উত্তর- পূর্ব বঙ্গোপোসাগরে ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে প্রায় ০.৪ মিটার। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিতও দিয়েছে রিপোর্ট।