দু’বছরের মধ্যে ইউএফও-র অস্তিত্ব প্রমাণের দাবি

দু’বছরের মধ্যে ইউএফও-র অস্তিত্ব প্রমাণের দাবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ ফেব্রুয়ারী, ২০২২

ভিনগ্রহের অস্তিত্ব প্রমাণের উদ্যোগ নিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক পদার্থবিজ্ঞানী, অধ্যাপক আব্রাহাম আভি লোহেব। তার দাবি, ভিনগ্রহ আছে। মানুষের মত বা তার চেয়ে উন্নত প্রাণীও সেই গ্রহে থাকে বলেছেন লোহেব। অধ্যাপক নিশ্চিত আগামী দু’বছরের মধ্যে ভিনগ্রহীদের বিশেষ মহাকাশযান, যাকে ইউএফও বলে, তার ছবি তুলে দেখাতে পারবেন। ‘এলিয়েন’ আছে, এই বিশ্বাস নিয়ে চলা অধ্যাপক লোহেব গতবছর তৈরি করেছিলেন এক বিশেষ প্রকল্প। নাম দিয়েছিলেন গ্যালিলিও প্রকল্প। এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন পৃথিবীর ১০০ জন বিজ্ঞানী। পৃথিবীর নানা অঞ্চলে অত্যাধুনিক ক্যামেরা ও অত্যাধুনিক দূরবীণের সহায়তায় চলছে ইউএফও খোঁজার কাজ এবং তার দেখা পেলেই ছবি তোলা। লোহেবের দাবি, ইউএফও পৃথিবীর আকাশে আসে। তাই ধৈর্য্য নিয়ে তার অপেক্ষা করাই একমাত্র কাজ। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, এর আগেও ইউএফও-র অস্তিত্ব ও অণ্বেষণ নিয়ে অধ্যাপক লোহেব একাধিকবার বিদ্রুপের শিকার হয়েছেন। এবারও তার পুনরাবৃত্তি হবে কি না সেটাই দেখার।