ট্রান্সলেটর আবিষ্কার ভারতীয় তরুণীর

ট্রান্সলেটর আবিষ্কার ভারতীয় তরুণীর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ ফেব্রুয়ারী, ২০২২

সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষা সম্পর্কে অল্পবিস্তর সকলে জানে। কোনও শব্দের উচ্চারণ না করে অঙ্গভঙ্গির সহায়তায় মনের ভাবপ্রকাশের মাধ্যমই সাইন ল্যাঙ্গুয়েজ। মূলত মূক ও বধিররা যাতে নিজেদের মনের কথা প্রকাশ করতে পারে তার জন্যই সাংকেতিক ভাষার উদ্ভাবন। এবার সাংকেতিক ভাষার ট্রান্সলেটর তৈরি করে ফেললেন এক ভারতীয় তরুণী, প্রিয়াঞ্জলি গুপ্ত। তার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এবার কথ্য ভাষায় অনুবাদ করে দেবে সাইন ল্যাঙ্গুয়েজকে। কথ্য ভাষা না বলে বলা যেতে পারে লিখিত ভাষা। অনেকটা গুগুল ক্যামেরার মত কাজ করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ ক্যামেরার মাধ্যমে মানুষের অঙ্গভঙ্গিকে স্ক্যান করলেই ডিজিটাল স্ক্রিনে ফুটে উঠবে তার অন্তর্নিহিত অর্থ। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সাংকেতিক ভাষা আছে। প্রিয়াঞ্জলি জানাচ্ছেন তার কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ অনুবাদ করতে সক্ষম। প্রিয়াঞ্জলি ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রী।