ফুকুশিমা পারমাণবিক জ্বালানির ছবি তুলল রোবট

ফুকুশিমা পারমাণবিক জ্বালানির ছবি তুলল রোবট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ ফেব্রুয়ারী, ২০২২

২০১১ সালের ব্যাপক ভূমিকম্প এবং সুনামির ধাক্কায় জাপানের বহুচর্চিত ফুকুশিমা পারমাণবিক চুল্লীর পারমাণবিক জ্বালানি সমুদ্রে জলের নীচে চলে গিয়েছিল। সুনামির ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল চুল্লীর কুলিং সিস্টেম। গলে গিয়েছিল তিনটি কোর রিয়্যাক্টর। তিনটির মধ্যে সবচেয়ে বেশি তেজষ্ক্রিয় জ্বালানি পড়ে গিয়েছিল চুল্লীর কনটেনমেন্ট জাহাজে। যেখান থেকে অত্যন্ত তেজষ্ক্রিয় জ্বালানিটিকে বার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। শেষপর্যন্ত গত সপ্তাহে একটি ছোট্ট ক্যামেরা-সহ রোবট নামানো হয়েছিল কনটেনমেন্ট জাহাজের নিচে। সেই ক্যামেরা রোবট ছবি তুলেছে অত্যন্ত তেজষ্ক্রিয় সেই জ্বালানির। যা অন্যান্য বর্জ্য পদার্থের সঙ্গে মিশে একটা ঢিবির মত হয়ে গিয়েছে। তিনটি বিকল হয়ে যাওয়া রিয়্যাক্টরে পড়ে আছে মোট ৯০০ টন গলা পারমাণবিক জ্বালানি! তার মধ্যে এক নম্বর ইউনিটে ২৮০ টন গলা পারমাণবিক জ্বালানি। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির আধিকারিকরা জানিয়েছেন পুরোটা তুলতে ৩০ থেকে ৪০ বছর লাগতে পারে!