বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ আগষ্ট, ২০২১
সিংহের বাচ্চার বয়স ২৮ হাজার বছর! বিশ্বাস হচ্ছে না তো! প্রকৃতিতে এমন অনেক কিছুই ঘটে যা অবিশ্বাস্য বলে মনে হয়। তবে আমাদের এই বাস্তবের সিংহ শিশুগুলি জীবিত নয়। কিন্তু অবিকৃত। এই রকম দুটি সিংহ শিশু পাওয়া গিয়েছে সাইবেরিয়ায় বরফের তলায়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, সাইবেরিয়ায় যে চিরহিমায়িত অঞ্চল রয়েছে সেখান থেকে পাওয়া গিয়েছে ওই দুটি সিংহের বাচ্চাকে। প্রথম বাচ্চাটাকে পাওয়া গিয়েছিল ২০১৮ সালে। দ্বিতীয়টিকে ২০১৭ সালে। প্রথমটির নাম স্পার্টা আর দ্বিতীয়টির নাম বরিস। বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূগর্ভস্থ বরফের মধ্যে সুরক্ষিত থাকা এই সিংহশাবকদের বয়স ২৮ হাজার বছর।
ছবি সৌজন্যে : ফক্স টেন নিউজ