বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ ফেব্রুয়ারী, ২০২২
সম্প্রতি পৃথিবীর সবচেয়ে লম্বা মাছ চাক্ষুষ করেছে মানুষ। মাছটির নাম ওরফিশ। সাপের মতো দেখতে প্রায় ৩৬ ফুট লম্বা মাছটিকে ক্যামেরাবন্দী করেছে বিবিসি। বিশেষজ্ঞরা বলেছেন পৃথিবীর সবচেয়ে লম্বা মাছ এটিই। এই ধরনের প্রাণী পৃথিবীতে খুব কম থাকলেও একেবারেই অবাস্তব যে তা নয়।
সমুদ্রের ৫০০ থেকে হাজার ফুট গভীরতায় এই মাছ দেখা যায়। ফলে বোঝাই যায় একমাত্র মহাসমুদ্রেই এই মাছ থাকে। তাও খুবই কম সংখ্যক। ১৭৭২ সালে পিটার অ্যাকুয়ানিস নামের এক প্রকৃতিবিদ প্রথম এই মাছটি আবিষ্কার করেন। ওরফিশ নামটিও তাঁরই দেওয়া। এর আগে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সৈকতে দুটি মৃত ওরফিশ ভেসে এসেছিল।
দেখতে অবিকল সাপের মতো হলেও এটি আসলে একরকম সামুদ্রিক মাছ। সমুদ্রে বসবাসকারী হাড়যুক্ত মাছের মধ্যে এটিই সবচেয়ে লম্বা। দেখতে ভয়ঙ্কর হলেও এই ওরফিশ মাছ আসলে খুবই নিরীহ।