হৃদপিণ্ড থেকে তৈরি হল মাছ!

হৃদপিণ্ড থেকে তৈরি হল মাছ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ ফেব্রুয়ারী, ২০২২

মাছ, কিন্তু মাছ নয়। সে মনের আনন্দে নেচেও বেড়াচ্ছে। তবু সে আসল মাছ নয়। এরকম এক আশ্চর্য মাছ তৈরি করে ফেললেন হার্ভার্ডের পলসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লায়েড সায়েন্সের ফিজিক্স গ্রুপের গবেষকরা। মাছটি তৈরি হয়েছে মানুষের হৃদপিণ্ডের কোষ থেকে। বায়ো-হাইব্রিড মাছটিই পৃথিবীর প্রথম কৃত্রিম মাছ যেটি মানুষের হৃদপিণ্ডের স্পন্দনের সঙ্গেই স্পন্দিত হবে। এর আগেও ইঁদুরের হৃদপিণ্ডের কোষ দিয়ে এই গবেষকরাই তৈরি করেছিলেন আরও একটি মাছ। গবেষকদের অন্যতম পিট পার্কার বলেছেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য একটি কৃত্রিম হৃদপিণ্ড তৈরি করা। যেটি হৃদরোগে আক্রান্ত কোনও শিশুর শরীরে প্রতিস্থাপিত করা যায়। সেই গবেষণার ফলশ্রুতি এই কৃত্রিম মাছ। আমাদের লক্ষ্য কৃত্রিম হৃদপিণ্ডের স্পন্দনটা স্বাভাবিক থাকে। মাছের মধ্যে আমরা সেই স্পন্দনই পর্যবেক্ষণ করেছি। “