কোয়ালাকেও এবার বিপন্ন ঘোষণা করল অস্ট্রেলিয়া

কোয়ালাকেও এবার বিপন্ন ঘোষণা করল অস্ট্রেলিয়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ ফেব্রুয়ারী, ২০২২

কোয়ালাকেও এবার বিপন্ন প্রজাতির তালিকাভূক্ত করল অস্ট্রেলিয়ার সরকার। জানানো হয়েছে, জমি পরিষ্কার, বুশ-ফায়ার, খরা, বন্যা, নানা ধরণের অসুখ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের জন্যই একসময়ের অত্যন্ত সমৃদ্ধ এই প্রাণীকে আজ বিপন্ন বলে ঘোষণা করতে হয়েছে। তালিকাটি ঘোষণা করার আগে সরকারের তরফে পর্যবেক্ষণ করা হয়েছে কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি অঞ্চলে। ২০১৯-২০-তে ব্ল্যাক সামার দাবানলে মারা গিয়েছিল পাঁচ হাজার কোয়ালা! নিউ সাউথ ওয়েলসেও থাকা মোট কোয়ালার ২৪ শতাংশ মারা গিয়েছিল তখন দাবানলে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় কোয়ালা-সংরক্ষণ সংস্থা ও নিউ সাউথ ওয়েলসে হওয়া একটি তদন্তের পর বলা হয়েছিল ২০৫০-এর মধ্যে অস্ট্রেলিয়া থেকে কোয়ালা সপূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে যদি না সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। সংস্থাটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার সমস্ত জঙ্গল খুঁজলে এখন ৫০ হাজারের বেশি কোয়ালা পাওয়া যাবে না।