অত্যাচারিত হিমালয়, পদত্যাগ চেয়ারম্যানের

অত্যাচারিত হিমালয়, পদত্যাগ চেয়ারম্যানের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ ফেব্রুয়ারী, ২০২২

বিস্ফোরক চিঠি দিয়ে পরিবেশবিদ রবি শর্মা পদত্যাগ করলেন। তিনি ছিলেন হিমালয়ের চার ধাম কমিটির চেয়ারম্যান। হিমালয়ের বিখ্যাত চার ধামের রক্ষণাবেক্ষণের জন্য একটি উচ্চপদস্থ কমিটি তৈরি করা হয়েছে। পরিবেশবিদ রবি শর্মাকে সেই কমিটির চেয়ারম্যানের পদে বসানো হয়েছিল ২০১৯-এর সেপ্টেম্বরে। কিন্তু হিমালয়ের ওপর যেভাবে অত্যাচার করা হয়ে যাচ্ছে তাতে বয়স্ক এই পরিবেশবিদের মনে হয়েছে, বিশ্ব উষ্ণায়নের জন্য স্বাভাবিকভাবেই ধীরে ধীরে ক্ষয়ের পথে চলে যাওয়া হিমালয়কে বাঁচানো কঠিন হয়ে পড়বে। পদ্যাগের চিঠিতে শর্মা লিখেছেন যে, দিনের পর দিন তিনি খুব কাছ থেকে দেখেছেন ইঞ্জিনিয়াররা অত্যাধুনিক যন্ত্রপাতি আর বিস্ফোরক নিয়ে হিমালয় ভাঙছে রাস্তা তৈরি করার জন্য, দেখেছেন হিমালয়ের কোলে ঘন হয়ে গাছের অরণ্য ধ্বংস করতে। শর্মা আরও লিখেছেন, ‘পর্যটকদের আসার সুবিধের জন্য হিমালয়ের ওপর নিয়মিত অত্যাচার করে তাকে যেভাবে ধ্বংস করার নিয়মিত প্রয়াস চলছে তাতে আমি শিহরিত। আমার আশা ছিল এইচপিসি (হাই-পাওয়ার কমিটি) অন্তত দুর্বল হয়ে পড়া হিমালয়, বিশেষত চার ধামকে সংরক্ষিত করার কাজে যত্নবান হবে। প্রকৃতির অন্যতম এই বিস্ময়কর বস্তুকে এতটা অত্যাচারিত হতে দেখে আমি স্তব্ধ। সেই প্রতিবাদে আমি কমিটি থেকে পদত্যাগ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seven =