পৃথিবীর কক্ষপথে এবছর নতুন মহাকাশ স্টেশন

পৃথিবীর কক্ষপথে এবছর নতুন মহাকাশ স্টেশন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ ফেব্রুয়ারী, ২০২২

পৃথিবীর কক্ষপথে এবছর আরও একটি মহাকাশ স্টেশন স্থাপন করা হচ্ছে। ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার ওপরে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবশ্য একাধিক দেশের উদ্যোগে তৈরি হচ্ছে না। এটি বানাচ্ছে চিন। মহাকাশ স্টেশনের নাম তিয়াংগং মহাকাশ স্টেশন। এই মহাকাশ স্টেশনে তিনটি অংশ বা মডিউল। ৬টি অভিযানে এই অংশগুলিকে মহাকাশে পাঠানো হবে। তিনটির মধ্যে একটি অংশে হবে শুধু গবেষণা। এই মহাকাশ স্টেশনে অন্য দেশের গবেষকরাও গবেষণা, কাজ করতে পারবেন। মহাকাশ স্টেশনটি দেখতে হচ্ছে ইংরেজি ‘টি’-এর মত। তিনটি মডিউলের মধ্যে দু’টির ওজন ২০ হাজার কিলোগ্রাম করে। চাঁদের কক্ষপথেও লুনার স্টেশন তৈরি করবে চিন। এবছর ১৪০টি মহাকাশযান উৎক্ষেপণ করবে চিন। শক্তিশালী লং মার্চ-৫বি রকেটে চাপিয়ে মডিউলগুলিকে মহাকাশে পাঠানো হবে।