পম্পেইয়ের পুনর্জন্ম হচ্ছে!

পম্পেইয়ের পুনর্জন্ম হচ্ছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ ফেব্রুয়ারী, ২০২২

এ.ডি ৭৯-তে মাত্র কয়েক ঘন্টায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল পম্পেই। ভয়ঙ্কর এক অগ্ন্যুৎপাতে। তারপরও ইতালির এই অন্যতম জনপ্রিয় শহরকে বাঁচানোর বিশেষ চেষ্টা হয়নি। অবহেলা, প্রশাসনিক অব্যবস্থা, রক্ষণাবেক্ষণে অযত্ন-পম্পেইয়ের দ্বিতীয়বার মৃত্যু এই শতকেই হয়ে যাওয়ার পথে। ২০১০-এ শহরের একটা বিখ্যাত হলঘরও ধ্বসে পড়ার পর টনক নড়ে ইউনেস্কোর। ওই হলঘরে গ্ল্যাডিয়েটররা ট্রেনিং করতেন। ২০১০-এর পর ইউনেস্কো পম্পেই-কে পর্যটকদের জন্য বিশ্ব হেরিটেজ স্থান বলে ঘোষণা করেছিল।

সেই পম্পেই-এর পুনর্জন্ম হচ্ছে! ১০ মাস আগে দেশের জাতীয় প্রত্নতাত্বিক সংস্থার ডিরেক্টরের পদে বসেছেন এক নতুন মানুষ। তিনিও প্রত্নতাত্বিক। নাম গ্যাব্রিয়েল জুরিজেল। তার উদ্যোগে শুরু হয়েছে খননকার্য। বর্তমান পম্পেই শহরের নীচে যা যা পাওয়া যাবে, সেগুলোকে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় বাঁচানোর কাজ শুরু হয়েছে। গ্যাব্রিয়েল জানিয়েছেন পম্পেই শহরের গৌরব ফিরিয়ে আনাই তার একমাত্র লক্ষ্য। শুধু প্রতিবন্ধকতা একটাই। উষ্ণায়ন এবং তার জন্য আবহাওয়ার হঠাৎ চরম পরিবর্তন হওয়া।