জঙ্গল তৈরি করলেন এক বৃদ্ধ

জঙ্গল তৈরি করলেন এক বৃদ্ধ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ ফেব্রুয়ারী, ২০২২

একসময় জমিটা ছিল রাবার চাষের কৃত্রিম বাগান। ৭ বছর পর এখন সেখানে গড়ে উঠেছে সম্পূর্ণ এক জঙ্গল! উঠেছে নয়, গড়ে উঠেছে এক ৬৭ বছরের তরুণের ব্যক্তিগত উদ্যোগে! এক একর জমির ওপর থাকা রাবার চাষের কৃত্রিম বাগানে কেরলের ৬৭ বছরের গোপালকৃষ্ণান সেই কৃত্রিম বাগানে তৈরি করেছেন একটি অরণ্য। এখন সেখানে বড় হয়েছে অসংখ্য গাছ। জঙ্গলে বাসা বেঁধেছে নানা প্রজাতির পশু পাখি।
গোপালকৃষ্ণান ছিলেন পেশায় ব্যাঙ্ক কর্মচারী। অবসর নেওয়ার পর পেয়েছিলেন ১৫ লক্ষ টাকা। পুরো টাকাটাই খরচ করে ফেলেছিলেন এক একর জমি কিনতে! ত্রিশুর শহরের কাছে ছিল ওই জমি। জমিতে থাকা রাবার গাছগুলো তুলে ফেলে দিয়েছিলেন। রাবার ছাড়া অন্যান্য যা গাছ ছিল সেগুলো রেখে দিয়েছিলেন। তার সঙ্গে গত ৭ বছরে পুঁতেছেন অন্তত ৫০০ রকমের প্রজাতির গছের বীজ। তার মধ্যে ২০০টি ফলের গাছের প্রজাতি রয়েছে। অরণ্যে কোনও বেড়া দেননি গোপালকৃষ্ণান। কারণ জঙ্গলের কাছেই রয়েছে একটি বনভূমি। সেখান থেকে প্রায়ই গোপালের অরণ্যে চলে আসে নানা পশু প্রাণী। নিজের বাড়ি থেকে তার অরণ্যের দূরত্ব ১০ কিলোমিটার। প্রত্যেকদিন ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গোপালকৃষ্ণানের সারাদিনের কাজ নিজের জঙ্গলে থেকে তার পরিচর্যা করা। জঙ্গলের নাম গোপালকৃষ্ণান রেখেছেন প্রাণ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =