সূর্যের সবচেয়ে কাছে নাসার মহাকাশযান

সূর্যের সবচেয়ে কাছে নাসার মহাকাশযান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ ফেব্রুয়ারী, ২০২২

এর আগে এত কাছে পৌঁছনো সম্ভব হয়নি। সূর্যের ঝলসানি সহ্য করা যাবে না বলে। সেই সুর্যের সবচেয়ে কাছে পৌঁছবে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। নাসার মহাকাশযান সূর্য থেকে মাত্র ৮৫ লক্ষ ২৯ হাজার ৫২৩ কিলোমিটার দূরে থেকে সৌরমণ্ডলের নক্ষত্রকে প্রদক্ষিণ করবে। কয়েক মাস আগে নাসার এই মহাকাশযানই প্রথমবার প্রবেশ করেছিল সূর্যের বায়ুমণ্ডল বা সোলার করোনায়। সেটাই ছিল কোনও মহাকাশযানের প্রথমবার সুর্যের বায়ুমণ্ডলে প্রবেশ। সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা সুর্যপৃষ্ঠের তুলনায় ১০ লক্ষ গুণ বেশি। নাআর তরফে জানানো হয়েছে শুক্রবার সূর্যের সবচেয়ে কাছে পৌঁছনোর সময় পার্কার সোলার প্রোবের গতিবেগ থাকবে ঘন্টায় ৩ হাজার ৫৯২ কিলোমিটার। মহাকাশযানের মুখ থাকবে সূর্যের যে দিক পৃথিবী অভিমুখী সেই দিকে। সৌরমণ্ডলের নক্ষত্রকে জনার উদ্দেশ্য নিয়েই নাসার এই মহাকাশযান ২০১৮-য় সূর্যের মুলুকে পাড়ি দিয়েছিল।