চাঁদে যাচ্ছে ব্রিটিশ শিল্পীর আঁকা ছবি

চাঁদে যাচ্ছে ব্রিটিশ শিল্পীর আঁকা ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ মার্চ, ২০২২

ব্রিটিশ শিল্পী সাশা জাফরির আঁকা ছবি যাচ্ছে চাঁদে। ছবির শিরোনাম ‘উই রাইজ টুগেদার উইথ দ্য লাইট অফ মুন’। সোনা আর অ্যালুমিনিয়াম মিশ্রিত একটি ধাতব পাতের ওপর ছবিটি খোদাই করেছেন সাশা। যাতে চাঁদের তাপমাত্রা সহ্য করতে পারে ছবিটি। এবছরের শেষে চাঁদে পাড়ি দেওয়ার কথা এই ছবির। নাসার মহাকাশযানে থাকবে ছবিটি। সাশার ছবিটি মানবজাতির উদ্দেশে এক বিশেষ অর্থ বহন করছে। একটি ছোট্ট হার্টের মধ্যে কাঠির মত মানুষেরা খেলে বেড়াচ্ছে। তাদের ঘিরে আরও কিছু হার্ট এবং কিছু ছোট ছোট লেখা-এটা সাশার চিত্রকল্প। ছবিটির রঙিন সংস্করণ নিলামে উঠবে স্পেসশিপ লঞ্চের সময়। নিলাম চলবে মিশন সাকসেসফুল হওয়া পর্যন্ত। এই লুনার মিশনের পেছনে রয়েছে দুটি এরোস্পেস সংস্থা-স্পেসবিট এবং অ্যাস্ট্রোবটিক। এর মধ্যে আস্ট্রোবটিক অদূর ভবিষ্যতে শুরু করে স্পেস-ডেলিভারি সার্ভিস। মহাকাশে থাকা মহাকাশযানে তারা বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহ করবে।