এবার চাঁদের কলঙ্ক তৈরি হচ্ছে মানুষের জন্য!

এবার চাঁদের কলঙ্ক তৈরি হচ্ছে মানুষের জন্য!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ মার্চ, ২০২২

চাঁদে পৃথিবীর মত বায়ুমণ্ডল নেই বলে সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন উল্কা, ও ধূমকেতুর সঙ্গে সংঘর্ষ হয়ে চাঁদের গায়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ক্রেটার বা গর্ত। যাদের পৃথিবীর মানুষ বলেন চাঁদের কলঙ্ক। এবার চাঁদের গায়ে সৃষ্টি হতে চলেছে নতুন এক কলঙ্ক। আর এই কলঙ্কে উল্কা বা ধূমকেতুর ভূমিকা নেই। মানুষের কলঙ্কই চাঁদের কলঙ্ক হতে চলেছে! এক দশক আগে মহাকাশে চিনের পাঠানো এক বিশেষ রকেটের ওপরের অংশ ভেঙে পড়েছিল চলার পরই। পৃথিবীর দিকে ছুটে আসা রকেটের সেই ওপরের ভাঙা অংশ অবশ্য বায়ুমণ্ডলের ঘর্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। নীচের ভাঙা অংশ স্পেস জাঙ্ক হয়ে মহাকাশে এত বছর ধরে ভেসে বেড়াচ্ছিল। এবার সেই ভাসমান অংশটিই আঘাত হানতে চলেছে চন্দ্রপৃষ্ঠে। নাসার বিজ্ঞানীদের অনুমান, এই ঘটনা এই সপ্তাহেই ঘটতে চলেছে। রকেটের নীচের ভাঙা অংশটি ঘন্টায় প্রায় ৯৩০০ কিলোমিটার গতিতে চাঁদের বুকে আছড়ে পড়বে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। আর তাতেই চন্দ্রপৃষ্ঠে সৃষ্টি হবে প্রায় ৬৬ ফুট গভীর এক গর্তের। আছড়ে পড়ার পর ভাঙা অংশের ধূলিকণাও মেঘ হয়ে মহাকাশে ছড়িয়ে পড়তে পারে। তবে একইসঙ্গে গবেষকদের আশঙ্কা, স্পেস জাঙ্কের চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ার পর ধূলিকণা আর রকেটের টুকরো টুকরো অংশের কণা মহাকাশে ছড়িয়ে পড়লে ভবিষ্যতে যে কোনও চন্দ্রাভিযান কিন্তু প্রাথমিকভাবে বাধাপ্রাপ্ত হতে পারে।