উষ্ণায়ন আরও বাড়াল রাশিয়াঃ ইউক্রেনের বিজ্ঞানী

উষ্ণায়ন আরও বাড়াল রাশিয়াঃ ইউক্রেনের বিজ্ঞানী

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ মার্চ, ২০২২

ভিতলানা ক্র্যাভোস্কা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের এক নামী আবহাওয়া বিজ্ঞানী। এখনও দেশ ছাড়েননি। কিয়েভে ঘরে বসে বিবিসি-কে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তার আক্ষেপ, রাশিয়ার এই আক্রমণে বিশ্ব উষ্ণায়ন আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেছেন, “সমস্ত ইউক্রেনের মানুষ যেভাবে আজ একজোট হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে, বিশ্বের মানুষ যদি সেভাবে একজোট হয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে তাহলেই মানবসভ্যতা বেঁচে থাকবে। ক্র্যাভোস্কা আইপিসিসি-র (ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ) অন্যতম এক সদস্যা। তার আরও আক্ষেপ, “উষ্ণায়নের বিরুদ্ধে আমাদের লড়াইটা সম্পূর্ণভাবে থামিয়ে দিল এই যুদ্ধ। এখন শুধু বাঁচার লড়াই। জলবায়ু, আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে কাজ কীভাবে করব!” ক্র্যাভোস্কার অভিযোগ, “জীবাশ্ম জ্বালানি আর রাশিয়ার কাছ থেকে ইউরোপের দেশগুলো যে গ্যাস আর তেল কেনে তাতেই যুদ্ধের পৃষ্ঠপোষকতা হচ্ছে। যে অর্থ দিয়ে জীবাশ্ম জ্বালানি কেনা হয় সেই জ্বালানিই আমাদের দেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।” ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রচুর ফোন পেয়েছেন ক্র্যাভোস্কা। অনুরোধ করা হয়েছে তাকে, যাবতীয় গবেষণাপত্র নিয়ে অন্য দেশে চলে যাওয়ার জন্য। সেখানে থেকে তিনি যাতে তার কাজ করে যেতে পারেন।
কিন্তু ক্র্যাভোস্কা অনড়। বলেছেন, “দেশ ছেড়ে যাব না।”