আমেরিকাকে রকেট বিক্রি বন্ধ করল রাশিয়া

আমেরিকাকে রকেট বিক্রি বন্ধ করল রাশিয়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ মার্চ, ২০২২

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রভাব সুদূরপ্রসারী হবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। মহাকাশে তার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। জো বাইডেনের মার্কিন সরকার ইতিমধ্যে রাশিয়াকে অত্যাধুনিক মিলিটারি সরঞ্জাম এবং মহাকাশ সম্পর্কিত আধুনিক যন্ত্রপাতি বিক্রি বন্ধ করে দিয়েছে। তার জবাব রাশিয়া দিল, মার্কিন যুক্তরাষ্ট্রকে রকেটের ইঞ্জিন বিক্রি বন্ধ করে। রুশ মহাকাশ সংস্থা রসকমোস টুইট করে জানিয়েছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রকে রকেটের ইঞ্জিন বিক্রি করা হবে না। রসকমোসের প্রধান দিমিত্রি রোগোজিন বিদ্রুপ করে বলেছেন, “ওরা ঝাঁটা দিয়ে তৈরি রকেটেই চাপুক এবার থেকে!
যদিও বিশেষজ্ঞদের দাবি, আমেরিকাকে রকেট বিক্রি বন্ধ করে দিলেও তার খুব বেশি প্রভাব আমেরিকার ওপর পড়বে না। কারণ স্পেস এক্স, ব্লু অরিজিনের মত মার্কিন রকেট নির্মাতা সংস্থাগুলো ইতিমধ্যে নিজেরাই রকেটের ইঞ্জিন তৈরি করতে শুরু করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র নর্থরপ গ্রুমান সংস্থাই রাশিয়ার আরডি-১৮১ ইঞ্জিন ব্যবহার করে রকেট তৈরি করতে।