মধ্য আমেরিকায় ভয়াবহ ভূমিকম্পের হুঁশিয়ারি

মধ্য আমেরিকায় ভয়াবহ ভূমিকম্পের হুঁশিয়ারি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ মার্চ, ২০২২

এই সপ্তাহে সেন্ট লুইসে কয়েকশো ভূমিকম্প বিশেষজ্ঞ, ভূতত্ববিদ, ডিস্যাস্টার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা আলোচনায় বসেছিলেন। সম্মেলনের নাম ছিল মিসৌরি ভূমিকম্প সামিট। সম্মেলনের উদ্দেশ্য ছিল ভূমিকম্প নিয়ে আগামীদিনের পরিকল্পনা, সতর্কবার্তা ইত্যাদি। তাতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে আগামীদিনে মধ্য আমেরিকায় ভয়াবহ ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। ঠিক ১৯৮৯-এর সান ফ্রানসিস্কো ভূমিকম্পের মত। যে ভূমিকম্পে সরকারি হিসেব অনুযায়ী মারা গিয়েছিলেন ৬৩ জন আর গুরুতরভাবে আহতের সংখ্যা ছিল প্রায় ৪ হাজার। একইসঙ্গে, মিসৌরি শহরের দক্ষিণ-পূর্ব দিকটা মাটির নীচে বসে গিয়েছিল ভূমিকম্পের ধাক্কায়! রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭.৫ থেকে ৭.৭! মিসিসিপি নদীকে পর্যন্ত ঘুরপথে তার রাস্তা খুঁজতে হয়েছিল ভূমিকম্পের তীব্রতায়! এমারজেন্সি ম্যানেজমেন্টের ডিরেক্টর রবি মায়ারস বলেছেন, দৈনন্দিন জীবনের ব্যস্ততায় মানুষ ভুলে গিয়েছে হয়ত। কিন্তু আগামি ৫০ বছরের মধ্যে মধ্য আমেরিকার বিরাট এক অংশ, বিশেষভাবে নিউ মাদ্রিদ বা মিসৌরি শহরের ওপর বিরাট ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরাট মানে, রিখটার স্কেলে ভূকম্পন মাত্রা ৭.৫ থেকে ৭.৭ পর্যন্ত হতে পারে।