মহাকাশে ধুন্দুমার

মহাকাশে ধুন্দুমার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ মার্চ, ২০২২

মহাকাশে বিশাল ঘটনা ঘটতে চলেছে আজ, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সারা বিশ্বের বিজ্ঞানীমহল। চাঁদের সঙ্গে ধাক্কা লাগতে চলেছে মহাকাশের প্রায় ৩ টন আবর্জনা বহনকারী একটি রকেটের ধ্বংসাবশেষের । আর তা নিয়েই চিন্তিত মহাকাশ বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এমনটা হলে চাঁদে প্রায় ১০ থেকে ২০ মিটারের একটি গর্ত তৈরি হতে পারে। কিন্তু চাঁদে তৈরি হওয়া সেই গর্তের ফলে মহাকাশে তার কী প্রভাব পড়তে পারে, তা বুঝতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে। ২০১৪ সালে লুনার মিশনের অংশ হিসেবে মহাকাশে একটি রকেট পাঠিয়েছিল চিন। বিজ্ঞানীরা দাবি করছেন যে, এটি সেই রকেটেরই ধ্বংসাবশেষ। যদিও এই দাবি সম্পূর্ণ ভাবে নস্যাৎ করেছে বেজিং। শি জ়িনপিংয়ের দেশটি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, এই রকেট তাঁদের দেশের নয়। বিজ্ঞানীরা এর আগে এটিকে ফ্যালকন-নাইন স্পেস বলে দাবি করেছিলেন। পরে সেই ধারণা ভুল বলে প্রমাণিত হয় এবং বিজ্ঞানী বিল গ্রে দাবি করেন যে, এই মহাকাশযানটি আসলে চিনের। একটা সময় এ-ও মনে করা হয়েছিল যে, এই রকেটটি এলন মাস্কের স্পেসএক্স প্রজেক্টের।
বিগত বেশ কিছু দিন যাবৎ মহাকাশ বিজ্ঞানী ও পর্যবেক্ষকরা এই রকেটের অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। আর তারপরই বিজ্ঞানীমহল আশঙ্কা করছে যে, শুক্রবার, ৪ মার্চ প্রায় ৯,৩০০ কিলোমিটার বেগে চাঁদের দূরবর্তী অংশে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়তে পারে যা টেলিস্কোপেরও চোখ এড়িয়ে যাবে খুব সহজেই। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন যে, এমনটা যদি সত্যিই হয়, তাহলে ১০-২০ মিটার গর্ত তৈরি হতে পারে চাঁদের বুকে। এমনিতেই অসংখ্য গর্ত নিয়ে প্রদক্ষিণ করে চাঁদ। তার উপরে আবার সেখানে আরও গর্ত তৈরি হলে সংশয়ের রীতিমতো কারণ রয়েছে বলে বিজ্ঞানীরা আরও জানিয়েছেন।