এখনও চাঁদের বুকে আছড়ে পড়েনি রকেটের টুকরো

এখনও চাঁদের বুকে আছড়ে পড়েনি রকেটের টুকরো

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ মার্চ, ২০২২

চাঁদের  দূরবর্তী অংশে আছড়ে পড়ার কথা ছিল মহাকাশের প্রায় তিন টন আবর্জনা বহনকারী রকেটের  ধ্বংসাবশেষের। শুক্রবার চাঁদের সঙ্গে ধাক্কা লাগার কথা ছিল এই রকেটের ধ্বংসাবশেষের। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত এ প্রসঙ্গে কোনও কিছু জানা যায়নি। শুক্রবার ঘণ্টায় ৮৮০০ কিলোমিটারের বেশি গতিবেগে চাঁদের বুকে আছড়ে পড়ার কথা ছিল মহাকাশের আবর্জনা বহনকারী ওই রকেটের ধ্বংসাবশেষের। এর ফলে চন্দ্রপৃষ্ঠে ছোট একটা গর্ত সৃষ্টি হওয়ার আন্দাজও করেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এছাড়াও বিজ্ঞানীদের ধারণা ছিল ওই রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়লে কুণ্ডলীকৃত ধোঁয়ার সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে এ জাতীয় কোনও চিহ্ন দেখা যায়নি। তবে আগামী দিনে হয়তো মহাকাশের আবর্জনা বহনকারী ওই রকেটের ধ্বংসাবশেষ চাঁদের বুকে আছড়ে পড়ার খবর পাওয়া যাবে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত উল্লেখ্য পৃথিবী থেকে ২০১৫ সালের মার্চ মাসে প্রথম এই রকেটের অংশ দেখা গিয়েছিল। তখন থেকেই নিয়মিত নজরদারি চালানো হচ্ছিল এই রকেটের ধ্বংসাবশেষের উপর।